আমি কবি হতে চাই

মিঠুন মুন্সী

আমি কবি হতে চাই ভাই 
ছন্দের সাথে অছন্দের মিল ঘটাই 
কি লিখব কবিতায়, সবইতো রচিত 
লিখেছেন নজরুল, রবীন্দ্রনাথ, মধুসুদনদও। 
যদিও বা লিখি দুই এক পাতা 
লোকে বলে, এতো অমুকের কথা। 
কবিতায় নাই কোন ছন্দের মিল 
তবুও চালাই কলম দিয়ে গুজামিল। 
তাহাদের কবিতা কতইনা ভাবার্থ 
একালের কবিতায় নাইকি কোন অর্থ? 
কবিতার অভিপ্রায় দিয়ে জলাঞ্জলি 
সংখা বাড়াই শুধু দিয়ে জোড়াতালি। 
কবি হবার ভাবনায় নাই চোখে ঘুম 
সফল হবার সম্ভাবনা কোনোরকম ! 
যেহেতু নই আমি সাহিত্যে ছাত্র, 
ছন্দের মিল রাখতে খুবই ত্রপিত 
তাদের কবিতায় ছিল সংস্কৃত ভাষা 
একালের কবিতায় সবই ভাসাভাসা। 
মিল দেখেই হইও না কেউ আশ্চর্য 
এ লেখায় নাই কোন বিন্দুমাত্র চৌর্য। 
তারা বিজ্ঞ, মহাজ্ঞানী সবাইতা জানি 
মনের কথা লিখব তবু, কবি মানি না মানি।

কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছে এখানে 
HTML tutorial HTML tutorial HTML tutorial