"ছ” ঝটিকা

মিঠুন মুন্সী

ভিজছে গরু, ভিজছে মহিষ, 
দুলছে হাওয়ায় ধানের শীষ, 
ছুটছে হাতি, ভেড়ার পাল 
আসছে তেড়ে বুনো আবাল। 
পড়ছে বৃষ্টি ঝাপুর ঝুপুর 
নাচের তালে বাজছে নুপুর, 
ফুসে উঠছে নদীর ঢেউ, 
নাইতে নামছে গায়ের বউ। 
দুষ্ট বালকেরা দিচ্ছে ঝাপ 
পাল তোলা নৌকায় উঠছে কাপ

কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছে এখানে 
HTML tutorial HTML tutorial HTML tutorial