কৃষক দেশের গৌরব

মিঠুন মুন্সী

হে কৃষক তোমরা দেশের গৌরব 
ছড়ালে দেশে সোনালি ধানের সৌরভ 
তোমরা দাও বেচে থাকার আভাস 
ছড়াও দেশে ফসলের সুবাস 
তবে তমারা কেন হবে লাঞ্চিত? 
কেন হবে তোমাদের অধিকার বঞ্চিত? 
তোমরা তোমাদের অধিকার কেড়ে নাও 
দেশে আবার নতুন করে সনা ফলাও 
মাটি যদি হয় মাতা 
কৃষক হবে দেশে পিতা 
মা যেমন সন্তানদের বুকে আগলে রাখে 
পিতা যোগায় সন্তানের মুখের আহার, 
মানুষ তেমি আশ্রয় নেয় মাটির বুকে 
আর কৃষক দেয় বেচে থাকার আশা । 
নেই কিরে এমন যোদ্ধা 
যে দিতে পারে কৃষক পিতার অধিকার 
যেমন করে কেড়ে এনেছে মায়ের অধিকার।। 
-------০------------
কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছে এখানে 
HTML tutorial HTML tutorial