ম্যানট্রাপ

মিঠুন মুন্সী

ম্যানট্রাপে বন্দি আমি 
নেই বেরোনোর উপায় 
চারিদিকে লোহার বেরী 
একলা থাকি সেথায়। 
একই সাথে করতে হয় 
অনেক গুলো কাজ, 
গেট খোলা, বোনেট চেক 
আরো আইটি মাইজ। 
ষোল ঘন্টা দুই পায়ে 
শক্ত মনে সোজা হয়ে 
থাকতে হবে দাড়িয়ে, 
শো-কজ পেতে হবে 
থাকলে পোস্টে ঘুমিয়ে। 
ভুল হলে নাইতো দেরী 
এক কথায় চাকরি ছাড়ি 
যেতে হবে বেড়িয়ে।। 
গরিব ঘরের সন্তান বলে 
এসেছিলাম এই চাকরিতে, 
এখন দেখি যুদ্ধ করতে 
পারছিনা এই শক্তিতে। 
সকল কষ্ট ভুলে যাই 
টাকা হাতে পেয়ে, 
এমনিভাবে থাকবো কি 
অন্যের গোলাম হয়ে।।

কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছে এখানে 
HTML tutorial HTML tutorial HTML tutorial