ভয়কে করো জয়

মিঠুন মুন্সী

আর কতকাল বন্দী হয়ে থাকব ঘরে ডরে,   
ভিতর থেকে দূর করে দাও, মনের ভীতুটারে,   
ভয়কে নিয়েই করো খেলা, আসবে জয় তোমার তরে,   
নইলে যে ভয় তোমার ঘাড়ে, দুহাত দিয়ে চাপবে ধরে,   
আমিও ভীতু, তুমিও ভীতু, করবে কে জয় জগতটারে,   
মনের ভয়ই খায় যে খুড়ে, বস্তুত তা কিছুই নারে,   
এদেশ থেকে ভয়টা তাড়াও, কিছুই আর লাগবে নারে,   
আপনাআপনি বদলে যাবে, করবে না কারো অপেক্ষারে,   
ব্যাস্ত শহর, ব্যাস্ত মানুষ, যে যার কাজে যাচ্ছে তেড়ে,   
আমারই কেন করতে হবে, কি এমন আমার দায়টারে,   
অন্ধকারে জ্বললে আলো সবাই তা দেখতে পায়রে,   
শুধু আলোর পেছনের গল্প, পড়ে থাকে অন্ধকারে,   
তুমি যে আলো জ্বেলে যাবে আজ, ভবিষ্যৎ দেখবে বহু দূরে,   
ইতিহাস হয়ে সে আলো তোমায়, স্মরণ করবে ফিরে ফিরে,   
প্রকৃতি তোমায় শিক্ষা দেবে, গড়তে আরো শক্ত করে,   
শত সহস্র ঝড়ে না যেন দমে, মনোবল যেন হারায় নারে,   
ঘাঁটে ঘাঁটে যে তরী খুজে মরে তোমারে, 
তুমিই সে বীর, আছো প্রতিটা মানুষের অন্তরে ।

কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছে এখানে 
HTML tutorial HTML tutorial HTML tutorial